Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর যে সব এলাকায় গ্যাস থাকবে না

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ১৩:০৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় আজ সোমবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার (২০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— সোমবার দুপুর ১২ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলাকাগুলো হচ্ছে-মুরাদপুর, শামপুর, জুরাইন, পোস্তগোলা সেনানিবাস। এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

সারাবাংলা/একে

গ্যাস সরবরাহ তিতাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর