Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার বিদেশে চিকিৎসার সুযোগ চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ১৩:৪৩ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ১৬:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন।

বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে ওই আইনজীবী বলেন, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

তিনি জানান, সংবিধান-ফৌজদারি কার্যবিধি-জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সনদ অনুযায়ী খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নিজের দায়িত্ব থেকে এক জন অসুস্থ মানুষের মানবাধিকার রক্ষার জন্য এ রিট দায়ের করেছেন। কারও প্ররোচনা কিংবা স্বার্থরক্ষার্থে এ করেননি।

এদিকে, রিটের সঙ্গে বিএনপির দলীয় ও বিএনপিমনা আইনজীবীদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বিএনপি নেতা এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক রুহুল কুদ্দুস কাজল।

প্রসঙ্গত, ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে বারবার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন ও আহ্বান জানানো হয়েছে। এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।

সারাবাংলা/কেআইএফ/একেএম

খালেদা জিয়া খালেদার বিদেশে চিকিৎসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর