রংপুর: জেলার সদরে অবস্থিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস কর্মীদের দাবি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। এর আগে সোমবার (২০ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. সালেহ উদ্দীন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দ্রুত সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ সময় ৬টি ইউনিট কাজ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা. মো. রেজাউল করিম জানান, অগ্নিকাণ্ডের ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসকে জানাই। একই সময় ওয়ার্ড থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
তিনি আরও বলেন, আগুনের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটির সদস্য কারা এবং কবে নাগাদ কমিটির সদস্যরা প্রতিবেদন জমা দেবেন- এ বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
হাসপাতালের পরিচালক বলেন, তৃতীয় তলায় বক্ষব্যাধি, লিভার, চর্মরোগ, মানসিক রোগসহ মোট ৭টি বিভাগ আছে। সেখানে সব মিলিয়ে ৩৫ রোগী ভর্তি ছিলেন। ওই তলার রোগীদের নিরাপদে স্থানান্তর করা হয়েছে। আগুনে কয়েকটি বিছানা ও এসি পুড়ে গেছে।