হাইকোর্টের আইনজীবী হওয়ার লিখিত পরীক্ষা ৩১ ডিসেম্বর
২০ ডিসেম্বর ২০২১ ২৩:০৭
ঢাকা: হাইকোর্টে আইনজীবী হিসেবে আইন প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষা আাগমী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ জুন মূলে জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সবার অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন লিখিতি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এ ছাড়া আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৭টা পযন্ত অনলাইনে (http://bar.teletak.com.bd অথবা www.barcouncil.gov.bd) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
পরীক্ষার রুল নম্বর অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের তালিকা আগামী ৩১ ডিসেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের (www.barcouncil.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সারাবাংলা/কেআইএফ/এমও