Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের আইনজীবী হওয়ার লিখিত পরীক্ষা ৩১ ডিসেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২১ ২৩:০৭ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ ২৩:১০

ফাইল ছবি

ঢাকা: হাইকোর্টে আইনজীবী হিসেবে আইন প্র্যাকটিস (হাইকোর্ট পারমিশন) করার জন্য সনদপ্রাপ্তির লিখিত পরীক্ষা আাগমী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ জুন মূলে জারিকৃত বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় সংশ্লিষ্ট সবার অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বার কাউন্সিলের হাইকোর্ট পারমিশন লিখিতি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।

এ ছাড়া আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৭টা পযন্ত অনলাইনে (http://bar.teletak.com.bd অথবা www.barcouncil.gov.bd) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইট থেকে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

বিজ্ঞাপন

পরীক্ষার রুল নম্বর অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের তালিকা আগামী ৩১ ডিসেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের (www.barcouncil.gov.bd) ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এমও

আইনজীবী লিখিত পরীক্ষা হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর