Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে ১০১ মেট্রিক টন বিস্ফোরক আমদানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২১ ১১:১৫

যশোর: ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১০১ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। ‘মেসার্স ট্রাস্ট ট্রেড লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান ১১টি ভারতীয় ট্রাকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করে।

সোমবার (২০ ডিসেম্বর) বিকালে বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বিস্ফোরকের চালানটি চট্টগ্রামে বাপেক্সের নিজস্ব গোডাউনের উদ্দেশে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ১১টি ভারতীয় ট্রাকে এ বিস্ফোরক দ্রব্যের চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। এ চালানের কাগজপত্র বন্দর ও কাস্টমসে দাখিল করেছেন মেসার্স ওয়েলকে নামের এক সিঅ্যান্ডএফ এজেন্ট।

মেসার্স ওয়েলকে সিঅ্যান্ডএফ এজেন্টের স্বত্বাধিকারী মো. আসাদুজ্জামান বলেন, ‘ভারত থেকে আমদানি করা বিস্ফোরক দ্রব্যের কাস্টমস কর্তৃক সব প্রসিডিউর শেষ করা হয়।’

আমদানিকারক মেসার্স ট্রাস্ট ট্রেড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান সোহেল বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলে তেল-গ্যাস খননের প্রস্তুতি চলছে। তার জন্য ভারত থেকে এসব বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় বিস্ফোরক দ্রব্য বাংলাদেশি ১৭টি ট্রাকে করে বেনাপোল বন্দর থেকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম বাপেক্সের নিজস্ব গোডাউনে নিয়ে যাওয়া হচ্ছে। পরে তেল-গ্যাস খনন কাজে ব্যবহার করা হবে এসব বিস্ফোরক দ্রব্য।’

বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মো. মনিরুজ্জামান বলেন, ‘অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এছাড়া দ্রুত যাতে পণ্য খালাস নিতে পারেন তার সব ব্যবস্থা নেওয়া হয়।’

সারাবাংলা/এমও

বিস্ফোরক বিস্ফোরক আমদানি ভারত


বিজ্ঞাপন
সর্বশেষ

কুষ্টিয়া থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৮

সম্পর্কিত খবর