Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদাগাস্কারে নৌকা ডুবিতে ১৭ জনের মৃত্যু

সারাবাংলা ডেস্ক
২১ ডিসেম্বর ২০২১ ১৩:০৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৫:২৩

মাদাগাস্কারের উত্তরপূর্ব উপকূলে সোমবার একটি নৌকা ডুবে যাওয়ায় কমপক্ষে ১৭ জনের প্রাণহানি ঘটেছে এবং প্রায় ৬০ জন নিখোঁজ রয়েছে। নৌবাহিনী কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

পোর্ট কর্তৃপক্ষের প্রধান জিয়ান এ্যাডমন্ড রন্দ্রিয়ানান্তেনায়না জানান, ওই নৌকায় থাকা ১৩০ যাত্রীর মধ্যে ৪৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় অন্যদের উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, মালবাহী এ নৌযানে অবৈধভাবে যাত্রীদের নেওয়া হয়েছিল।

বন্দর কর্তৃপক্ষের অপর কর্মকর্তা আদ্রিয়েন ফ্যাব্রিস রতসিমবাজাফি জানান, নৌযানটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর এটি সামুদ্রিক ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায়।

পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছে এবং এ দুর্ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।

সারাবাংলা/এসএসএ

নৌকা ডুবি মাদাগাস্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর