Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানে ১০৫ কেজি সোনা উদ্ধার: টেকনিশিয়ান সিরাজুলের জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২১ ১৫:৩৪

ফাইল ছবি: হাইকোর্ট

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০৫ কেজি ওজনের সমপরিমাণ ৯০৪টি সোনার বার উদ্ধারের মামলার আসামি বাংলাদেশ বিমানের টেকনিশিয়ান মো. সিরাজুল ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।

তিনি জানান, ২০১৪ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি জিরো ফাইভ টু-এর ভেতর থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমানের টয়লেটের ভেতরে কমোডের পেছনে বিশেষ কায়দায় ছিল এসব সোনার বার। ১০৫ কেজি ওজনের ৯০৪টি বারের বাজার মূল্য প্রায় ৪৭ কোটি ৪৪ লাখ টাকার মতো।

এ ঘটনায় করা মামলায় বিমানের জুনিয়র টেকনিশিয়ান চলতি বছরের ১৩ সেপ্টেম্বর আত্মসর্মপণ করে জামিন চান। পরে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ১২ ডিসেম্বর তাকে জামিন দেন হাইকোর্ট। এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়।

সারাবাংলা/কেআইএফ/এমও

টেকনিশিয়ান সিরাজুল বাংলাদেশ বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর