Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে মিথ্যাচার বন্ধ করতে বললেন হানিফ

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২১ ১৫:৪৫

ঢাকা: বিএনপিকে বিভিন্ন মিথ্যাচার ও জনগণকে বিভ্রান্ত করা বন্ধ করতে বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলার মুখ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপিকে বলতে চাই আপনারা মিথ্যাচার বন্ধ করুন। জনগণকে বিভ্রান্ত করবেন না। নির্বাচন কমিশন গঠনে মহামান্য রাষ্ট্রপতি সব দলকে যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে আপনারাও সাড়া দিন। বিএনপির যদি কিছু বলার থাকে কিংবা কোনো পরামর্শ থাকে তাহলে সেটা রাষ্ট্রপতি দিন। রাষ্ট্র অবশ্যই সেটা বিবেচনা করবেন। কাজেই জনগণকে মিথ্যা বলে আর বিভ্রান্ত করবেন না।’

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন গঠনের জন্য দেশে যে গণতান্ত্রিক পদ্ধতি আছে সেটা অনুসরণ করে রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তাদের মতামতে সার্চ কমিটি গঠন করে এবং তাদের দেওয়া নাম যাচাই-বাছাই করে নির্বাচন কমিটি গঠন করা হবে। এটাই হলো গণতান্ত্রিক, সবচেয়ে উত্তম পন্থা। এছাড়া নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে বিএনপি যে কলঙ্ক তৈরি করেছিলো সেই কলঙ্ক এখনও জাতির মনে আছে।’

হানিফ আরও বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশে যারা ক্ষমতা দখল করেছিলো তাদের নেতৃত্বেই বাংলার সংস্কৃতিকে ধ্বংস করা হয়েছে। পঁচাত্তরের পর থেকে এ জাতিকে তারা উল্টো পথে নিয়ে গেছে।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বাংলার মুখের সভাপতি সাইফুল আজম বাশারসহ অন্যরা।

সারাবাংলা/এসজে/এমও

নির্বাচন কমিশন বিএনপি মিথ্যাচার হানিফ

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর