হাঁটতে বেরিয়ে প্রাণ গেল বাসচাপায়
২১ ডিসেম্বর ২০২১ ১৬:৪৬
মানিকগঞ্জ: সকালে হাঁটতে বেরিয়েছিলেন। কিন্তু আর বাড়ি ফেরা হলো না বেগম রোকেয়া (৫৭)। ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় প্রাণ হারিয়েছেন তিনি।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মুশুরীয়া এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের চাপায় বেগম রোকেয়া মারা যান। তিনি দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলম লাভলুর শাশুড়ি।
সাংবাদিক মাহবুবুল আলম লাভলু জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে প্রাতভ্রমণে বের হন বেগম রোকেয়া। ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুশুরিয়া এলাকায় পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা গাবতলীগামী সেলফি পরিবহনের একটি দ্রুতগামী বাস (ঢাকা মেট্রো ব-১৩-১৭৬১) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় চালক বাসটি না থামিয়ে বেপরোয়া গতিতে চালিয়ে দ্রুত সটকে পড়েন।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ দুর্ঘটনার তথ্য জানিয়ে বলেন, বাসটি আটক করা সম্ভব না হলেও বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে। বাস ও চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বেগম রোকেয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলেও জানান ওসি রিয়াদ।
সারাবাংলা/টিআর