Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২১ ১৮:৪৬ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৮:৪৮

ঢাকা: গাজীপুরের গাছা এলাকা থেকে পাঁচ ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। র‌্যাবের দাবি, তারা র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন। এ সময় তাদের কাছ থেকে খেলনা পিস্তল, র‌্যাবের জ্যাকেট, আইডি কার্ড, নৌ বাহিনীর ইউনিফর্ম, ল্যাপটপ, নগদ টাকা এবং দলিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২০ ডিসেম্বর রাতে র‌্যাব-১ গাজীপুরের গাছা কুনিয়া বড়বাড়ি এলাকাস্থ শহিদ জহুরুল ইসলাম রোডের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জালাল উদ্দিনের বাড়িতে চাঁদাবাজির সময় তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারদের মধ্যে রয়েছেন পাবনার মো. নাজমুল হোসেন (২৬), টাঙ্গাইলের মো. নাহিদ হাসান (২৪), ঢাকার মো. তাজুল ইসলাম (৫০), কুমিল্লার মো. সুমন মিয়া (২৮) এবং গাজীপুরের সুচিত্র রবিদাস (২৬)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা র‌্যাব সদস্য পরিচয়ে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে আধিপত্য বিস্তার করে আসছিলেন। অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন বিচার সালিশের রায় নিজেদের পক্ষে নিয়ে আসাসহ এই চক্রটি জমি ও টাকা উদ্ধার, বিভিন্ন সরকারি/বেসরকারি খাতের টেন্ডার পাইয়ে দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল। এছাড়াও, জমি জায়গা, আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ সমাধানের নাম করে তাদের কাছ থেকে ভুয়া স্ট্যাম্পে সই নিত এ চক্রের সদস্যরা।

সারাবাংলা/ইউজে/একেএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর