Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবিপ্রবির ৪ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

নোবিপ্রবি করেসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২১ ১৯:১৪

নোবিপ্রবি: ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য মনোনয়ন পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) চার শিক্ষার্থী।

মঙ্গলবার(২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বর্ণপদকের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সিএসটিই বিভাগের শিক্ষার্থী সুদেব বাবু সেন অমিত, বিজ্ঞান অনুষদের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী কামরুন নাহার, ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোসাররাহ চৌধুরী এবং সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজমুল হাসান মনোনীত হয়েছেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিশ্ববিদ্যালয়ের অনার্স স্তরে বিভিন্ন অনুষদে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর পদক দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ করে ভালো ফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর