বিশৃঙ্খলার দায়ে রাজ্যসভা থেকে বহিষ্কার তৃণমূল সাংসদ
২১ ডিসেম্বর ২০২১ ২২:৩১
বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ভারতে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে শীতকালীন অধিবেশনের জন্য বহিষ্কার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ওব্রায়েনকে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) নির্বাচনি আইন সংস্কার বিল নিয়ে আলোচনার সময় বিরোধীদলের ১২ সাংসদকে অধিবেশন থেকে বহিষ্কারের সিদ্ধান্তের প্রতিবাদ করতে গিয়ে সীমা লঙ্ঘন করায় ওই তৃণমূল সাংসদের ব্যাপারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের শীর্ষ সংবাদমাধ্যমগুলো।
দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, স্পিকারের দিকে সংসদের রুলবুক ছুড়ে মারার অভিযোগ উঠেছে ও’ব্রায়েনের বিরুদ্ধে। এর জেরেই অধিবেশনের বাকি দিনগুলোর জন্য তৃণমূল সাংসদকে রাজ্যসভা থেকে বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে স্পিকার সুস্মিত পত্র বলেন, ছুঁড়ে মারা রুলবুক আলোচনার টেবিলে বসে থাকা যে কারও গায়েই লাগতে পারত।
এদিকে, এই অধিবেশনে রাজ্যসভা থেকে বহিষ্কার হওয়া ১৩তম সাংসদ হচ্ছেন ওব্রায়েন। তার আগে বহিষ্কার হয়েছেন আরও ১২ সাংসদ। তাদেরকে অধিবেশনে বিঘ্ন ঘটানোর জন্য বহিষ্কার করা হয়। ওই ১২ জনের সাসপেনশন অর্ডার এখনও ওঠেনি। এ নিয়ে সরকার এবং বিরোধীদের মধ্যে অচলাবস্থা চলার মধ্যেই নতুন করে সাসপেন্ড হলেন ওব্রায়েন।
সারাবাংলা/একেএম