Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমিক্রন মোকাবিলায় চতুর্থ ডোজ ভ্যাকসিনের পরিকল্পনা ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২১ ১০:৫১ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ১৩:১৩

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে ভ্যাকসিনের চতুর্থ ডোজ দেওয়ার পরিকল্পনা নিয়েছে ইসরাইল। স্বাস্থ্যকর্মী ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের জন্য চতুর্থ ডোজের প্রস্তাব দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশেষজ্ঞ প্যানেলের এই প্রস্তাবকে দ্রুত স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেছেন, এটি আমাদের ওমিক্রনের ঢেউ অতিক্রম করতে সাহায্য করবে।

বিজ্ঞাপন

ইতোমধ্যেই ইসরাইলে ৩৪০ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। মঙ্গলবার ওমিক্রন আক্রান্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইসরাইল। দেশটিতে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যুর ঘটনা এটি।

সারাবাংলা/এএম

ওমিক্রন করোনাভাইরাস ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর