Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাথা গোঁজার ঠাঁই চান বৃদ্ধা সাবিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২১ ১১:১৪

সাবিনা ইয়াসমিন, ছবি: সারাবাংলা

ঠাকুরগাঁও: জেলা শহরের ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনে হিমশীতল রাতে বৃদ্ধা সাবিনা ইয়াসমিনের ঠিকানা প্লাটফর্মে। প্রাণী কূলও ঘুমিয়ে গেলেও ঘুম নেই ৬৪ বছরের এই বৃদ্ধার চোখে। এই তীব্র শীতে প্লাস্টিকের ওপর কয়েক টুকরো ছেঁড়া কাপড় আর একটি গামছাই যেন তার সম্বল। তা দিয়েই শীত নিবারণের চেষ্টা করছেন তিনি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে গিয়ে এ চিত্র দেখা যায়। এ পরিস্থিতিতে সরকারের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন অসহায় সাবিনা।

বিজ্ঞাপন

বৃদ্ধা সাবিনা ইয়াসমিন আক্ষেপ করে বলেন, স্বামী মারা গেছেন অনেক আগে। এক ছেলে ও তিন মেয়ে ছিল, তারাও মারা গেছে। বহুকাল ধরে ঘর নাই। শ্বাসকষ্ট নিয়ে মাটিতে পড়ে থাকি। যখন শরীরে শক্তি ছিল তখন বাসাবাড়িতে কাজ করে পেট চলিয়েছিলাম। এখন হাত পেতে যা পাই তা দিয়ে দিন কেটে যায়।

তিনি আরও বলেন, ‘থাকার একখান ঘর যদি থাকত, তাহলে অন্তত শেষ বয়সে মাথা গোঁজার ঠাঁই পেতাম। শুনেছি সরকার গরিব মানুষকও ঘর দিচ্ছে। আমার তো কেউ নাই, আমি যখন মরে যাব তখন না হয় আমার ঘরখান সরকার নিয়ে নেবে।’

এভাবে চোখের জল ছেড়ে কথাগুলো বলছিলেন বৃদ্ধা সাবিনা ইয়াসমিন। তিনি আরও বলেন, দুই শীতে দুটো কম্বল পেলেও এখন কোনোটাই নেই তার কাছে। একটি চুরি হয়ে গেলেও অন্যটি ছিঁড়ে গেছে।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না। বৃদ্ধা সাবিনা যদি আবেদন করেন তাহলে ওনার জন্য সরকারিভাবে ঘরের ব্যবস্থা করা হবে।

সারাবাংলা/এনএস

মাথা গোজার ঠাঁই সাবিনা ইয়াসমিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর