ঢাকা: রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টের একটি বাসা থেকে মেহেবুল্লাহ তৌশিফ (২১) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে মহানগর প্রজেক্টের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
হাতিরঝিল থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, গত রাতে খবর পেয়ে মহানগর প্রজেক্টের বাসার পঞ্চম তলা থেকে তৌসিফের লাশ উদ্ধার করি। তার লাশ বাসার ড্রয়িং রুমে ফ্যানের হুকের সঙ্গে লাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।
নিহতের পরিবারকে উদ্ধৃত করে তিনি জানান, তৌশিফ হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মৃত তৌশিফের বড় ভাই মিরাজুল ইসলাম বলেন, তৌশিফ হতাশাগ্রস্ত ছিল। তবে কী নিয়ে হতাশাগ্রস্ত ছিল তা কখনো শেয়ার করতো না। কথা কম বলতো। ছাত্র হিসেবে খুব ভালো ছিল। বন্ধুবান্ধবের সঙ্গে মিশতো কম। গত পাঁচদিন আগে গ্রাম থেকে ঢাকায় এসে মহানগর প্রজেক্টে চাচা মোজাম্মেল হকের বাসায় ওঠে। পুরান ঢাকায় মেস খুঁজতেছিল।