।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর কাওরান বাজারে দুই বাসের চাপায় হাত হারানো রাজীব অবশেষে খাবার খেয়েছেন। গত তিন দিন না খেয়ে থাকার পর সোমবার (৯ এপ্রিল) ১২টার দিকে দুধের সাথে রুটি মিশিয়ে খেয়েছেন তিনি।
রাজীবের খালা খাদিজা বেগম জানান, অনেক বুঝানোর পর বেলা ১২টার দিকে এক সেবিকার হাতে রুটি খেয়েছে রাজীব।
খাদিজা জানান, চিকিৎসক, সেবিকা, আয়া, সবার কাছে কৃতজ্ঞ। তারা রাজীবকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করেছেন। তাদের চেষ্টার ফলে আজ (সোমবার) রাজীব খেয়েছে। আমাদের অনেক ভাল লাগছে। রাজীব কে দেখে মনে হচ্ছে ও ভাল আছে। কোনো কিছু জিজ্ঞাসা করলে ইশারায় জবাব দিচ্ছে।
অর্থপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান জানান, অনেক চেষ্টার পর রাজীব খেয়েছে। আমরা চিন্তায় ছিলাম যে রাজীবের স্মৃতিশক্তির কোনো ব্যাঘাত ঘটবে কিনা। গতকাল (৮ এপ্রিল) সিটি স্ক্যান করা হয়েছে। বিপদটা সে কাটিয়ে উঠেছে। উন্নতির দিকে আছে। আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবে রাজীব।
রাজধানীতে মঙ্গলবার (৩ এপ্রিল) দুটি বাসের বেপরোয়া পাল্লাপাল্লিতে রাজীব তার ডান হাত হারান।
সারাবাংলা/এসএসআর/টিএম
আরও পড়ুন
রাজিবকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্ট
রাজিবের দুর্ঘটনায় দুই বাসের চালক গ্রেফতার
রাজীবকে ডিএমসিএইচে নেওয়া হয়েছে
রাজীবের চিকিৎসায় ৭ সদস্যের মেডিকেল বোর্ড
রাজীবের হাতের ক্ষত অনেকটাই শুকিয়েছে
রাজীবের হাত কাটা পড়ার ঘটনায় দুই বাস চালক রিমান্ডে
রাজীবের হাত কাটা পড়ার ঘটনায় দুই বাস চালক কারাগারে