চীনের শিয়ানে লকডাউন
আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২১ ২৩:০৫
২২ ডিসেম্বর ২০২১ ২৩:০৫
নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলায় চীনের শিয়ান শহরে লকডাউন আরোপ করা হয়েছে। শহরের এক কোটি ৩০ লাখ মানুষের সবাইকে বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
৯ ডিসেম্বর থেকে এখন অবধি সেখানে ১৪৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর লকডাউনে যাওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) জারি করা লকডাউনের নির্দেশনায় বলা হয়েছে, প্রতি পরিবার থেকে এক জন দুই দিন পর পর প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হতে পারবেন।
এর আগে, করোনা সংক্রমণ মোকাবিলায় ব্যাপকহারে পরীক্ষা চালু করার মাধ্যমে শূন্য সংক্রমণ নীতি নিয়েছিল চীন। তারই অংশ হিসেবে নতুন করে এই লকডাউনের সিদ্ধান্ত বলে জানিয়েছে বিবিসি।
এছাড়াও, ২০২২ সালের শীতকালীন অলিম্পিকসকে সামনে রেখে চীন করোনার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সারাবাংলা/একেএম