১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু
২৩ ডিসেম্বর ২০২১ ১০:৪৯
মানিকগঞ্জ: ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে রাত বুধবার (২২ ডিসেম্বর) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ ১০ ঘণ্টা পর রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এই দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে দুই ঘাটেই ফেরি পারের অপেক্ষায় আটকা পড়েছে হাজারো যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দীন রাসেল বলেন, বুধবার রাত দশটার পর থেকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দূর্ঘটনা এড়াতে রাত বারোটার দিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ পদ্মায় দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুয়াশার তীব্রতা কিছুটা কমে আসলে ফেরি চলাচল শুরু করা হয়।
এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় পরিবহন বাস, ব্যক্তিগত ছোট গাড়ি ও সাধারণ পণ্যবাহী ট্রাক মিলে প্রায় সহস্রাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে আরিচা- কাজিরহাট নৌ রুটেও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল।
সারাবাংলা/এসএসএ