Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ বছর পর ফাঁসির আসামি গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২১ ১৭:১০

ভৈরব (কিশোরগঞ্জ): মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কামাল মিয়াকে (৬০) আট বছর পর গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতার কামাল মিয়া বাজিতপুর উপজেলার মাইজচর গ্রামের মৃত ছলিশ মিয়ার পুত্র।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোরে গোপনসংবাদের ভিত্তিতে সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪।

এ ব্যাপারে কোম্পানি কমান্ডার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, মাইজচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা নিয়ে খুন হওয়া রবিউল্লাহ এবং গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির মধ্যে বিরোধের জেরে ২০০৫ সালের ২৫ এপ্রিল মামলায় হাজিরা দিতে কিশোরগঞ্জ আদালতে যাওয়ার পথে বাজিতপুর প্রাণী হাসপাতালের কাছে পৌঁছা মাত্র কামাল মিয়া তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরে, মুর্মূষু অবস্থায় প্রথমে বাজিতপুরের ভাগলপুর জহুরুল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৫ মে মারা যান রবিউল। নিহতের স্ত্রী বাদী হয়ে কামাল মিয়াকে প্রধান আসামি করে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

২০১৩ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল কামাল মিয়ার মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন। দীর্ঘ আট পলাতক থাকার পর র‍্যাবের হাতে গ্রেফতার হলো কামাল।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর