Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোবাইলে মগ্ন কিশোর ট্রেনের ধাক্কায় হারালো প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২১ ১৮:০৫

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে কানে হেডফোন লাগিয়ে রেললাইনে বসে মোবাইলে গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর নাঈম হোসেন হোসেন (১৬) বগুড়ার মাটিডালী এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার শিমুলতলী খাসবাগুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি পলাশ চন্দ্র দেব জানান, নাঈম গত কয়েকদিন আগে জয়পুরহাট সদর উপজেলার পারবাট্রাতে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল। বৃহস্পতিবার বোনের বাড়ির অদূরে রেললাইনে বসে মোবাইলে গেম খেলছিলেন সে। সেসময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় নাঈমের।

ওসি আরও জানান, স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।

সারাবাংলা/এমও

ট্রেনের ধাক্কা পঞ্চগড় এক্সপ্রেস পাঁচবিবি মোবাইল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর