ডা. মুরাদ ও বিএনপি নেতা আলালের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন
২৩ ডিসেম্বর ২০২১ ১৯:৪৬
নারায়ণগঞ্জ: তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করেছেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এ কে এম ওমর ফারুক নয়ন। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধেও মানহানি মামলার আবেদন করেছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আকরাম হোসেন বাদল।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত ‘খ’ অঞ্চলে মামলার পৃথক এসব আবেদন করা হয়।
ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলার আবেদনে বাদীর পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির আবেদন দাখিল করেন। তিনি বলেন, ‘মামলার আবেদন করা হয়েছে। বিষয়টি আদালত বিবেচনায় রেখেছেন। এখনও এই বিষয়ে কোনো আদেশ হয়নি।’
বাদী বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ডিজিটাল মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের নামে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য দিয়েছেন। সাবেক রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাতনি জাইমা রহমানকে নিয়ে মিথ্যা, বানোয়াট ও অশালীন মন্তব্য করেছেন। নাহিদ হেলাল নামে এক উপস্থাপকের টকশোতে সংযুক্ত হয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিয়া পরিবারের সম্মানহানির জন্য অপ্রীতিকর এইসব বক্তব্য রেখেছেন ডা. মুরাদ। এসব অভিযোগে দন্ডবিধির তিনটি ধারায় মামলার আবেদন করা হয়েছে।’
এদিকে, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের ‘খ’ অঞ্চলে এই মামলার আবেদন করা হয়। মামলার বাদী হয়েছেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য আকরাম হোসেন বাদল। তার পক্ষে আইনজীবী হিসেবে জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা আদালতে মামলার আবেদন দাখিল করেন।
বিষয়টি নিশ্চিত করে নুরুল হুদা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে কটূক্তি ও আপত্তিকর বক্তব্যের কারণে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে মানহানির অভিযোগে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলার আবেদন করা হয়েছে। মামলার বিষয়টি আদালত বিবেচনায় রেখেছেন। এই বিষয়ে আদালত এখনও কোনো আদেশ দেননি।’
সারাবাংলা/এমও
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ডা. মুরাদ বিএনপি নেতা মানহানি মামলা মোয়াজ্জেম হোসেন আলাল