Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১০ দিন কারাভোগের পর মুক্ত ১৩ ভারতীয় জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২১ ২১:২৮

মোংলা: বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক হওয়া ১৩ ভারতীয় জেলে মুক্তি পেয়েছেন। তিন মাস ২০ দিন বাগেরহাটের জেলা কারাগারে কারাভোগের পর বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) তাদের খালাস দেয় আদালত।

এদিন মোংলা থানা পুলিশ তাদেরকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধি মনোজ কুমার পান্ডের কাছে হস্তান্তর করেন। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান।

খালাস পাওয়া ভারতীয় জেলেরা হচ্ছেন- মোহন দাস, রুবেল দাস, বিধান দাস, অভি দাস, হরি দাস, রনো দাস, মহাদেব দাস, গৌরঙ্গ দাস, বিষু দাস, সুনিল দাস, সুজিত দাস, জয়লাল দাস ও সম্রাট দাস। তাদের সবার বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলায় বলে জানান ওসি মনিরুল ইসলাম।

ওসি বলেন, “বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় গত ৯ সেপ্টেম্বর কোস্টগার্ড তাদের আটক করে। এসময় বিপুল পরিমান সামুদ্রিক মাছসহ ‘এফবি পিতা-মাতার আর্শিবাদ’ নামে একটি ট্রলারও জব্দ করা হয়। ওইদিনই তাদের নামে মামলা দিয়ে বাগেরহাটের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়। দীর্ঘ তিন মাস ২০ দিন কারাভোগের পর আজ তাদের খালাস হয়েছে।”

পরবর্তীতে আইন ও বিধি অনুসরণ করে বৃহস্পতিবার দুপুরে তাদের ভারতীয় হাই কমিশনের প্রতিনিধির মাধ্যমে সেদেশে পাঠানো হয় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সারবাংলা/এমও

অবৈধ অনুপ্রবেশ ভারতীয় জেলে মাছ শিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর