Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ককে ক্ষমা করে দিলেন মুন

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২১ ১৪:৩৩

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইকে ক্ষমা করে দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। শুক্রবার (২৪ ডিসেম্বর) দেশটির আইনমন্ত্রী এ ঘোষণা দেন।

২০১৮ সালে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্ট পার্ককে ২০ বছরের সাজা দিয়েছিল আদালত। নির্বাচনী আইন ভঙ্গের দায়ে তাকে আরও দুই বছরের সাজা দেওয়া হয়। যদিও সাবেক এ প্রেসিডেন্ট বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে ২০১৭ সালে পার্ক জিউন-হাইকে পার্লামেন্টে অভিশংসন করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, ২০১৮ সাল থেকে সাজাপ্রাপ্ত অবস্থায় ৬৯ বছর বয়সী পার্ক কাঁধ ও পিঠে দীর্ঘস্থায়ী ব্যথা নিয়ে তিনবার হাসপাতালে ভর্তি হন। স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপার খবরে বলা হয়, নতুন বছরে প্রেসিডেন্ট মুনের বিশেষ ক্ষমার আওতায় পার্ক জিউন-হাইকে তালিকাভুক্ত করা হয়েছে। তার স্বাস্থ্যগত অবস্থা ও ‘জাতীয় ঐক্যের দৃষ্টিকোণ’ থেকে তাকে ক্ষমা করা হয়।

পার্ক ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন। চার বছরেরও কম সময় পর তিনি অভিশংসিত হন।

সারাবাংলা/এএম/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর