লঞ্চে আগুন: দগ্ধ আরও এক জনের মৃত্যু
২৫ ডিসেম্বর ২০২১ ০৪:৪২ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ ০৪:৪৯
ঢাকা: এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় হাবিব খান (৪৫) নামে আরেক ব্যক্তি ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন, ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন।
তিনি বলেন, মৃত হাবিবের আত্মীয় স্বজনের তথ্যানুসারে তিনি আগে থেকেই লিভার সিরোসিসে ভুগছিলেন। দুর্ঘটনার সময় নদীতে লাফিয়ে পড়ে বুকে আঘাত পেয়েছিলেন হাবিব।
মৃত হাবিবের স্ত্রী সায়েরা বেগম জানান, তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে। হাবিব মুদি দোকানীর কাজ করতেন। এক সপ্তাহ আগে স্বামী-স্ত্রী দুই জন টঙ্গঈতে ছেলে শাহিনের বাসায় বেড়াতে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তারা।
তিনি আরও জানান, সন্ধ্যায় গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে উঠেন তারা। লঞ্চে আগুন লাগলে স্বামী-স্ত্রী পানিতে লাফিয়ে পড়েন। কিন্তু, স্বামী হাবিব আহত হন। পরে তাকে সেখান থেকে বরিশাল শেবাচিম মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। পরে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রসঙ্গত, এর আগে ওই লঞ্চ দুর্ঘটনায় ৪০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১-এ দাড়াল।
সারাবাংলা/এসএসআর/একেএম