জয়পুরহাটে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনের প্রস্তুতি শেষ
২৫ ডিসেম্বর ২০২১ ২২:৩২
জয়পুরহাট: চতুর্থ ধাপে জয়পুরহাট সদর উপজেলার ভোট হবে ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি)। নির্বাচনে সার্বিক প্রস্তুতি এরই মধ্যেই শেষ করেছে উপজেলা নির্বাচন অফিস। নির্বাচন পরিচালনার জন্য কেন্দ্রে কেন্দ্রে বিতরণ করা হয়েছে নির্বাচনি সামগ্রী।
রোববার (২৬ ডিসেম্বর) ভোট হবে এসব ইউপিতে। এর মধ্যে সদরের জামালপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। এই ইউনিয়নে কেবল সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের নির্বাচন করতে ভোট হবে।
নির্বাচন অফিস সূত্র জানায়, ৯টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৮২৯ জন, নারী ভোটার ৮৮ হাজার ৬৬৮ জন। মোট ভোটকেন্দ্র ৬৩টি।
জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ১৩৩ জন এবং সাধারণ সদস্য পদে লড়ছেন ৩ হাজার ৫১৬ জন প্রার্থী। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে।
সারাবাংলা/টিআর