আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিং বডির সভাপতির বৈধতা নিয়ে রিট
২৬ ডিসেম্বর ২০২১ ১৯:২৮
ঢাকা: মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান গভর্নিং বডিতে পর পর চার বার সভাপতি পদে আবু হেনা মোর্শেদ জামান থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে। রিটে সভাপতি পদে আবু হেনা মোর্শেদ জামান থাকাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক, আইডিয়াল স্কুল ও কলেজ গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোর্শেদ জামান এবং আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষকে বিবাদী করা হয়েছে।
গত ১৫ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট করেন।
রিটের বিষয়টি রোববার (২৬ ডিসেম্বর) সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, ‘মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বর্তমান গভর্নিং বডিতে পরপর চার বার সভাপতি পদে আবু হেনা মোর্শেদ জামান থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের দেওয়া এক রায়ে বলা হয়েছে, কোন ব্যক্তি একই প্রতিষ্ঠানে পরপর দুই মেয়াদের (টু টার্ম) বেশি সভাপতি পদে থাকতে পারবেন না। কিন্তু আবু হেনা মোর্শেদ জামান ২০১৭ সাল থেকে পর পর চার বার (ফোর টার্ম) সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। যা সর্বোচ্চ আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে রিট দায়ের করা হয়েছে।’
আগামীকাল (২৭ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টির ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।
তিনি আরও জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে গত ৯ নভেম্বর কলেজ পরিদর্শক শাখা হতে আবু হেনা মোর্শেদ জামানকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে অনুমোদন দেওয়া হয়। এরপর ওই আদেশ চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।
এর আগে, এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষকে রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠানো হয়। ওই নোটিশের কোন জবাব না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
সারাবাংলা/কেআইএফ/এমও
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আবু হেনা মোর্শেদ জামান গর্ভনিং বডি রিট