Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে: ইসি সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২১ ১৯:৪৩ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ২১:৪৫

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনন্দমুখর পরিবেশে মানুষ ভোট দিয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে চতুর্থ ধাপের নির্বাচন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসি সচিব।

শুধু এই ধাপের নির্বাচনই নয় আগের তিন ধাপসহ এইবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতিটি ধাপে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন তিনি।

ইসি সচিব বলেন, ‘চতুর্থ ধাপে মোট ৮৩৬টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়েছে। এরইমধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে, এখন কাউন্টিং চলছে। নির্বাচনে প্রিসাইডিং অফিসারদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৫টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। আমাদের মোট ভোট কেন্দ্র ছিল ৯২২৪টি। সেই হিসেবে ভোট কেন্দ্রে তুলনায় স্থগিত ভোটকেন্দ্রের হার .০১৬ শতাংশ।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি খোঁজ নিয়েছি বিভিন্নভাবে। সব মিলিয়ে এ নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনন্দমুখর পরিবেশে ভোট হয়েছে, জনগণের সম্পৃক্ততা ছিল, তাই ভোটারদের উপস্থিতি আমরা ৭০ শতাংশের বেশি আশা করছি।’

ভোটগ্রহণের সময় প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ২৯ জন আহত হয়েছেন জানিয়ে হুমায়ুন কবীর বলেন, ‘এসময় আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৬৩ জন আটক হয়েছেন। ৫ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জরিমানা করেছে। সার্বিক বিবেচনায় আমরা বলতে পারি একটা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। আমরা আশা করছি কাউন্টিং শেষ হলেও ফলাফল পেয়ে যাব।’

এখন পর্যন্ত চার ধাপের ভোট হয়েছে, তার মধ্যে কোন ধাপে সবচেয়ে সুষ্ঠু হয়েছে এমন প্রশ্নে ইসি সচিব বলেন, ‘আমরা এক কথায় বলতে চাই, সবসময়ই ভোটারদের উপস্থিতি একেবারেই আশাব্যঞ্জক ছিল। সার্বিকভাবে বলবো, এবার আমরা যে ভোট করেছি ইউনিয়নে, প্রতিটি ধাপেই নির্বাচন খুব ভালো হয়েছে। স্বাভাবিকভাবেই আমরা যখন কোনো নির্বাচন করি, তখন আমরা যদি দেখি এই দিকটাতে আরও জোর দেওয়া দরকার তখন আমরা জোর দেই। তাই যত সামনের দিকে যাবো, নির্বাচন তত ভালো হবে।’

সারাবাংলা/জিএস/এমও

আনন্দমুখর পরিবেশ চতুর্থ ধাপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর