Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের বিরুদ্ধে পশ্চিমাদের শক্ত জোট চান ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২১ ২০:০০ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ২২:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থনৈতিক স্বার্থসিদ্ধি করতে পশ্চিমা দেশগুলোর একটিকে আরেকটির বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে চীন। এই তৎপরতা ঠেকাতে চীনের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে এক হয়ে শক্ত জোট গঠনের আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

গ্লোবাল টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রুডো বলেন, চীনের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা লাভের আশায় পশ্চিমা দেশগুলো প্রতিযোগিতায় লিপ্ত, এই সুযোগকে কাজে লাগিয়ে বেইজিং দেশগুলোকে একে অপরের বিরুদ্ধে খেলাচ্ছে। চীনের এই প্রবণতা বন্ধ করতে পশিমা দেশগুলোর অভ্যন্তরীণ সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে জোর দেন তিনি।

এর আগে, ২০১৮ সালে মার্কিন গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে কানাডার পুলিশ হুয়াওয়ের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝুকে ধরার পর থেকেই বেইজিং-অটোয়া সম্পর্কে উত্তেজনা বাড়তে থাকে। চীন পরে গুপ্তচরবৃত্তির অভিযোগে মাইকেল স্পেভর ও মাইকেল কভরিগ নামের দুই কানাডিয়কে আটক করে। কানাডা ওই পদক্ষেপকে ‘জিম্মি কূটনীতি হিসেবে অ্যাখ্যা দিলেও চীন তা উড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

যদিও চলতি বছরের সেপ্টেম্বরে এক চুক্তিবলে মেংকে মুক্তি দেয় কানাডা। এর কয়েক ঘন্টার মধ্যেই কানাডার ওই দুই নাগরিকেরও মুক্তির খবর মেলে। মেং গ্রেফতারকাণ্ডের আগেও চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডা ক্রমাগত প্রশ্ন তুলে গেছে, যা বেইজিংকে বিরক্ত করেছে।

ডিসেম্বরের শুরুর দিকে মিত্র কয়েকটি দেশের মতো কানাডাও চীনে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকস বয়কট করতে যাচ্ছে।

সারাবাংলা/একেএম

চীনবিরোধী পশ্চিমা জোট জাস্টিন ট্রুডো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর