Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আবু কাওসার দবিরুশ্বান মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২১ ২২:৪১

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান মারা গেছেন।

রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আবু কাওসারের ছেলে সৈয়দ মুকিত আহমেদ জানিয়েছেন, সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ অক্টোবর স্ট্রোক করলে সাবেক এই বিচারপতিকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় চার দিন হাসপাতালের আইসিইউতে ছিলেন। এরপর ৩১ অক্টোবর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত কেবিনে ছিলেন। অবস্থার অবনতি হলে আবারও আইসিইউতে নেওয়া হয়। রোববার বিকেলে মারা গেলেন তিনি।

আবু কাওসার দবিরুশ্বানের জন্ম ১৯৪৫ সালে ১ জানুয়ারি। ২০০৪ সালে ২৩ আগস্ট সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর স্থায়ী হন। ২০১২ সালের ১ জানুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে অবসরে যান তিনি।

অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সারাবাংলা/কেআইএফ/টিআর

অবসরপ্রাপ্ত বিচারপতি আবু কাওসার দবিরুশ্বান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর