Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক: জাবি শিক্ষক সমিতি


৯ এপ্রিল ২০১৮ ২০:২০

।।জাবি প্রতিনিধি।।

সাভার: কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা রয়েছে বলে জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি।

সোমবার (৯ এপ্রিল) সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. নূরুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শিক্ষক সমিতি মনে করে এই কোটা সংস্কার আন্দোলনের যৌক্তিকতা রয়েছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য সমিতি সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে।

এতে আরও বলা হয়, সোমবার দুপুর সাড়ে ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর বিনা উসকানিতে পুলিশ অতর্কিতে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও জলকামান ছোড়ে। এই হামলায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ শতাধিক শিক্ষার্থী আহত হন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করা হয় বিবৃতিতে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর