লঞ্চে আগুনে নিহতদের ক্ষতিপূরণ দিতে রিটের শুনানি মঙ্গলবার
২৭ ডিসেম্বর ২০২১ ১৪:০৮
ঢাকা: ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় নিহতের প্রত্যেক পরিবারের জন্য ৫০ লাখ টাকা করে এবং গুরুতর আহতদের জন্য ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের রিটের শুনানি মঙ্গলবার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ ডিসেম্বর) এ রিট আবেদন উপস্থাপনের পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
এর আগে গতকাল (২৬ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রিটে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিচারিক অনুসন্ধানের জন্য কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান এবং লঞ্চের মালিক হামজালাল শেখকে বিবাদী করা হয়েছে।
গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার সুগন্ধা নদীতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা করেছেন এক ব্যক্তি।
সারাবাংলা/কেআইএফ/এসএসএ