Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওসমানী বিমানবন্দরে ৭ কোটি টাকার সোনা জব্দ, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২১ ১৫:১৫

ঢাকা: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ১১ কেজি ২২০ গ্রাম ওজনের সোনা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত এই সোনার বাজার মূল্য ৭ কোটি টাকা।

জানা গেছে, অবৈধভাবে স্বর্ণ বহন করায় চারজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার (২৭ ডিসেম্বর) সকাল নয়টায় বাংলাদেশে বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দুবাই থেকে আয়রন মেশিন ও জুসার মেশিনে করে স্বর্ণগুলো নিয়ে আসেন তারা।

গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার ছাতক নবীগঞ্জের শেখ মো. জাহিদ, কানাইঘাটের কায়স্থগ্রামের আব্দুল আহাদের ছেলে মকবুল আলী, কেউরিয়া হাওরের মনতাজ আলীর ছেলে বশির উদ্দিন ও বাঁশবাড়ি এলাকার নাজিম উদ্দিনের ছেলে সুলতান মাহমুদ।

ওসমানী বিমানবন্দরের শুল্ক গোয়েন্দার উপ-কমিশনার মো. আল-আমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা আয়রন মেশিন ও জুসার মেশিনের নীচে স্বর্ণ ঢালাই করে খুবই দক্ষতার সঙ্গে তারা সিলেটে নিয়ে আসেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর