চট্টগ্রামে ১৫ ছিনতাইকারী গ্রেফতার
২৭ ডিসেম্বর ২০২১ ১৯:১১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ছিনতাইয়ের অভিযোগে পৃথকভাবে অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করেছে কোতোয়োলী থানা পুলিশ।
রোববার (২৬ ডিসেম্বর) রাতভর নগরীর সিআরবি, পলোগ্রাউন্ড, স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন।
নগরীর পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পৃথক দু’টি ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো- মো. হাসান (২০), রাকিব হোসেন (২০), মো. ফয়সাল (২০), আরমান হোসেন তাসিন (২১) এবং সিরাজুল ইসলাম মুন্না (২০)।
এছাড়া নগরীর কাজির দেউড়ি এলাকায় রেস্তোঁরার এক কর্মীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় তিনজন এবং পৃথক অভিযানে আরও সাতজনসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো- শরীফ হোসেন (২১), মো. বাদশা (২২), মো. হানিফ (১৯), ইমরান হোসেন লাবু (৪২), ওমর ফারুক ইফতি (১৯), জয় বৈঞ্চব (১৯), মো. সালাউদ্দিন (১৯), শাকিব খান (২০), মো. জুয়েল (১৯) এবং রনি দাশ (২১)।
ওসি নেজাম উদ্দীন সারাবাংলাকে জানান, গত ১৯ ডিসেম্বর রাত ১১টার দিকে টাইগারপাসে পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে তিনজন ছিনতাইকারী ছোরার ভয় দেখিয়ে নাজিম উদ্দিন নামে এক যুবকের গতিরোধ করে। তার কাছ থেকে মোবাইল, নগদ টাকা ও বিভিন্ন ব্যাংকের কয়েকটি কার্ড কেড়ে নেয়। নাজিম বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়।
এরপর গত শনিবার (২৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে একই এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন আইয়ূব খান নামে আরেক যুবক। এসময় তার কাছ থেকে মোবাইল ছিনতাই করে নেওয়া হয়।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান সারাবাংলাকে বলেন, ‘দুটি ছিনতাইয়ের ঘটনা আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে জড়িতদের শনাক্তে কাজ শুরু করি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে প্রথমে সিআরবির বয়লার এভিনিউ থেকে প্রথমে একজনকে গ্রেফতার করি। এরপর তাদের তথ্যের ভিত্তিতে আরও চারজনকে গ্রেফতার করি। তাদের কাছ থেকে ছিনতাই করা বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। তারা মূলত সিআরবি কাঠের বাংলো এলাকায় সন্ধ্যার পর থেকে অবস্থান নেয়। সেখান থেকে আশপাশের এলাকায় ঘোরাফেরা করে। সুযোগ বুঝে ছিনতাই করে আবারও কাঠের বাংলো এলাকায় ঢুকে যায়।’
ওসি নেজাম উদ্দীন জানান, রোববার (২৬ ডিসেম্বর) রাত ১১টায় নগরীর পলোগ্রাউন্ড মাঠের দক্ষিণ পাশে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় সাতজনকে ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছে সাতটি ছোরা পাওয়া গেছে।
এসআই মোমিনুল হাসান জানিয়েছেন, শনিবার রাতে নগরীর কাজির দেউড়ির রেড চিলি রেস্টুরেন্টের কর্মী মহব্বত হোসেন ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তার চিৎকারে টহল পুলিশ ও আশপাশের লোকজন উপস্থিত হয়ে তিনজনকে আটক করে। তবে একজন ছিনতাইকারী তার মোবাইল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক তিনজনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে কোতোয়ালী থানায় আরও মামলা আছে।
সারাবাংলা/আরডি/এমও