Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে নির্বাচনি সহিংসতায় মৃত্যু, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২১ ১৯:৩০

সিরাজগঞ্জ: চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষ কাউলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই ওয়ার্ড মেম্বারের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জাকির হোসেন মোল্লা (৫০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বি মেম্বার প্রার্থী আব্দুল হাকিমকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত জাকির ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী জাহাঙ্গীর মোল্লার ভাই। তিনি উপজেলার কুরকী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর খাষ কাউলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের কুরকী ভোট কেন্দ্রে মেম্বার প্রার্থী আব্দুল হাকিম (ফুটবল) প্রার্থীর সমর্থকদের সঙ্গে জাহাঙ্গীর হোসেন মোল্লা (টিউবওয়েল) প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়।

এতে, জাকিরসহ সাত জন গুরুতর আহত হন। আহতদের টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় জাকিরকে রাতেই ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, জাকির হোসেনের মৃত্যুর ঘটনায় মেম্বার প্রার্থী আব্দুল হাকিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর