লঞ্চে আগুন: ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
২৮ ডিসেম্বর ২০২১ ১৪:০৯
ঢাকা: ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামে লঞ্চে আগুনে হতাহতের ঘটনায় ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঝালকাঠির জেলা প্রশাসকসহ (ভিসি) সংশ্লিষ্টদের এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একইসঙ্গে আগুন লাগার ঘটনায় হতাহতদের তালিকা চেয়েছেন হাইকোর্ট।
পাশাপাশি আহতদের মধ্যে কেউ চিকিৎসা সহায়তার জন্য অর্থ চাইলে জেলা প্রশাসককে সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে বলেন, আদালত হতাহতদের ক্ষতিপূরণের বিষয়ে আরও অপেক্ষা করতে বলেছেন। আদালত বলেছেন, এখন পর্যন্ত হতাহতদের প্রকৃত সংখ্যা জানা সম্ভব হয়নি। এ কারণে ক্ষতিপূরণের বিষয়ে জেলা প্রশাসকের কাছে হতাহতদের পরিবার আবেদন করলে সে বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।`
এর আগে গত ২৬ ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রিটে ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিচারিক অনুসন্ধানের জন্য কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান এবং লঞ্চের মালিক হামজালাল শেখকে রিটে বিবাদী করা হয়।
গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চটিতে পোনাবালিয়া ইউনিয়নের দেউরী এলাকার সুগন্ধা নদীতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৪১ জনের প্রাণহানি হয়েছে। নিখোঁজ রয়েছেন শতাধিক।
এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় অপমৃত্যুর মামলা করেছেন এক ব্যক্তি।
সারাবাংলা/কেআইএফ/এসএসএ