Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘোড়াঘাটে দুই ট্রাকের ধাক্কায় চালক নিহত

লোকাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২১ ১৪:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি: দিনাজপুরের ঘোড়াঘাটে ঘন কুয়াশায় এক ট্রাকের সঙ্গে আরেক ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপারসহ দুজন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরাহিমপুর-গুচ্ছগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক হলেন আক্তার হোসেন (৩৮)। তিনি গাজীপুরের কালিয়াকৈরের দেলোয়ার হোসেনের ছেলে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে বিরাহিমপুর এলাকায় রাস্তার পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোরবেলা দিনাজপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঘরের আসবাবপত্র বোঝাই অপর আরেকটি ট্রাক থেমে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ধাক্কা দেওয়া ট্রাকের চালক নিহত হয়। ট্রাকটিতে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত এক ব্যক্তি তার বাড়ির মালামাল নিয়ে যাচ্ছিলেন। পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস সদস্যরা এসে নিহত ড্রাইভারের মরাদেহ এবং আহত অবস্থায় থাকা ট্রাকের হেলপার এবং ট্রাকে থাকা মালামালের মালিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিজ্ঞাপন

আহত দুজনের মধ্যে হাজী দানেশে কর্মরত ব্যক্তির অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাতেই দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে । নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এসএসএ

দিনাজপুর

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর