ঢাকা: সংবিধানে উল্লিখিত নিয়ম মেনে নির্বাচন কমিশন (ইসি) গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যোগ দিয়েছে ওয়ার্কার্স পার্টি। চলমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পঞ্চম দিনে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গভবনে পৌঁছান ওয়ার্কাস পার্টির নেতারা।
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ৭ জনের প্রতিনিধি দল সংলাপে অংশ নিচ্ছেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, সংবিধান মেনেই নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে দাবি জানাবে ওয়ার্কার্স পার্টি। তবে নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি চূড়ান্ত করা না গেলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে কমিশন গঠনের বিষয়েও চিন্তা করতে পারেন।
এদিকে, গ্যাসচালিত গাড়ি বঙ্গভবনে নিষেধ বিধায় রাশেদ খান মেননের সঙ্গে থাকা প্রতিনিধিদের গাড়ি বঙ্গভবনে ঢুকতে দেওয়া হয়নি। ফলে প্রতিনিধি দলের অন্য সদস্যদের বঙ্গভবনের গেটে অপেক্ষা করতে হয়।
পরে রাশেদ খান মেননকে নামিয়ে দিয়ে সেই গাড়ি ফিরে এসে প্রতিনিধি দলের অন্য সদস্যের ভেতরে নিয়ে যায়।