Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেড়েছে সংক্রমণ, শনাক্তের হার আজও ২ শতাংশের বেশি

সারাবাংলা ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২১ ১৭:২৫

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার আজও ২ শতাংশের বেশি। তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা একই রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, আগের দিনের মতো গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন এক জন। অন্যদিকে, আগের দিন ৩৭৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ৩৯৭ জন। অন্যদিকে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার আগের দিন ছিল ২ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ২ দশমিক ১০ শতাংশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুসের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এসব তথ্য জানানো হয়েছে।

নমুনা সংগ্রহ ও পরীক্ষা

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তির তথ্য বলছে— গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৫১টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫২টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৪২টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য সারাদেশের বিভিন্ন বুথ থেকে ১৮ হাজার ৯৪১টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৩৮টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ১ কোটি ১৪ লাখ ২৯ হাজার ২৩৪টিতে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৯ লাখ ৯৪ হাজার ৫৪১টি, বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৩৪ লাখ ৩৪ হাজার ৬৯৩টি।

বেড়েছে সংক্রমণ, শনাক্তের হার ২ শতাংশের বেশি

বিজ্ঞাপন

দেশে আগের দিন ৩৭৩ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা বেড়ে হয়েছে ৩৯৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৮৪ হাজার ২৩ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ। আগের দিন এই হার ছিল ২ দশমিক ১৬ শতাংশ। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা কমেছে

গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা কমেছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ৩২৩ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা হয়েছে ২৯৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তদের মধ্যে ১৫ লাখ ৪৮ হাজার ৪৪ জন সুস্থ হয়ে উঠলেন। সংক্রমণ বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৩ শতাংশ।

মৃত্যুর পরিসংখ্যান

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন একজন। মারা যাওয়া ৬১ থেকে ৭০ বছর বয়সী ব্যক্তি ঢাকা বিভাগের। তিনি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এ নিয়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬২ জনে। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

সারাবাংলা/এসএসএ

করোনা করোনা সংক্রমণ

বিজ্ঞাপন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
২৩ নভেম্বর ২০২৪ ১৭:৩১

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর