Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে বুস্টার ডোজ পেলেন ১৩৫৫ জন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২১ ২৩:৪২

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে আনুষ্ঠানিকভাবে দেশে শুরু হয়েছে বুস্টার ডোজ ভ্যাকসিন প্রয়োগ। রাজধানীসহ সারাদেশে এক হাজার ৩৫৫ জনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এর মাঝে রাজধানীতে বুস্টার ডোজ দেওয়া হয়েছে এক হাজার ৮৭ জনকে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, সারাদেশের ভ্যাকসিন প্রয়োগ কেন্দ্রগুলোতে চিঠি পাঠানো হয়েছে বুস্টার ডোজ বিষয়ে। আজ থেকেই বুস্টার ডোজ প্রয়োগ শুরু হয়ে গেছে। আগামীকাল থেকে আরও বেশি সংখ্যক কেন্দ্রে বুস্টার ডোজ প্রয়োগ করা হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, বুস্টার ডোজ প্রয়োগের প্রথম দিনে এক হাজার ৮৭ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে রাজধানীতে। চট্টগ্রাম বিভাগে ৫৩ জন , রাজশাহী বিভাগে ৫৩ জন, রংপুর বিভাগে ১৪৫ জন, খুলনা বিভাগে ১৭ জনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়েছে।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠানো হবে। এসএমএস ছাড়া কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না। এসএমএস পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ভ্যাকসিন নেবেন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাচ্ছেন সম্মুখসারির যোদ্ধা-চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্করা। আগের দুই ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য এসএমএস পাঠানো হবে। এজন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা জানান, করোনা ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থে‌কে দেওয়া শুরু হবে।

উল্লেখ্য, ১৯ ডিসেম্বর করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে ৬০ জনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ প্রয়োগ করা হয় পরীক্ষামূলকভাবে। প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ দেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে।

সারাবাংলা/এসবি/একে

করোনা কোভিড-১৯ নভেল করোনাভাইরাস বুস্টার ডোজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর