ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন শেওড়া ফুটওভার ব্রিজের পাশে মোটরসাইকেল ধাক্কায় বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার নাম আমিনুল ইসলাম (২৮) বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
আমিনুলের বাবার নাম নাসির আহমেদ। তার বাড়ি ভোলায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, রাতে পথচারী আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল ভর্তি করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পথচারীর বরাত দিয়ে পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শেওড়া ফুটওভার ব্রিজ সংলগ্ন রাস্তায় বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। তখন একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মোটরসাইকেলের ধাক্কায় ওই যুবক ছিটকে পড়ে গেলে আরেকটি সিএনজি অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নেয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।