Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লঞ্চে আগুন: ২ তদন্ত দলের পরিদর্শনের পর অভিযান-১০ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২১ ২১:৩৫

ঝালকাঠি: সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় লঞ্চটি পরিদর্শন করেছে নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তদন্ত কমিটি। লঞ্চ পরিদর্শনের পাশাপাশি স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলেছেন তদন্ত কমিটির সদস্যরা। এদিকে, বিকেলে এমভি অভিযান-১০ লঞ্চটি জব্দ করেছে পুলিশ।

বুধবার (২৯ ডিসেম্বর) সকালে দুই তদন্ত কমিটির সদস্যরা ওই লঞ্চসহ আশপাশের এলাকা পরিদর্শন করেন। পরে বিকেলে লঞ্চটি জব্দ করে ঝালকাঠি সদর থানা পুলিশ। পরে বিকেলে লঞ্চ থেকে পুড়ে যাওয়া দুইটি মোটরসাইকেল আলামত হিসেব জব্দ করে থানায় নিয়ে যান মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল আলম সকালে ক্ষতিগ্রস্ত লঞ্চটি পরিদর্শন করেন। অন্যদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটির চার সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার দিনভর তারা লঞ্চের ইঞ্চিন রুমসহ পুরো লঞ্চে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন। প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গেও কথা বলেন।

আরও পড়ুন- লঞ্চে আগুন— বিষখালী নদী থেকে আরও এক মরদেহ উদ্ধার

তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার মো. আরাফাত হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন করেছি। লঞ্চ দুর্ঘটনায় পর যে স্থানে ভিড়েছে, সেই জায়গাটি আমরা পরিদর্শন করব। আহতদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব কীভাবে দুর্ঘটনা ঘটেছে। লঞ্চের মাস্টার ও চালকের সঙ্গেও কথা বলব।

এদিকে, বুধবার ৩ ঘণ্টার ব্যবধানে বিষখালী নদী থেকে দুইটি মরদেহ উদ্ধার হয়েছে। সকালে এক নারীর পর দুপুরে নদীতে ভেসে থাকতে দেখা যায় এক তরুণের মরদেহ। সেগুলো ফায়ার সার্ভিস উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে মরদেহ দুইটির পরিচয় শনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

বরিশাল ফায়ার সার্ভিস ডুবুরি টিম লিডার হুমায়ুন কবির ও ঝালকাঠি নৌপুলিশ পরিদর্শক সোহেল রানা জানান, ফায়ার সার্ভিস, নৌ পুলিশ, কোস্টগার্ডসহ অনেকেই উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। খবর পেলেই মরদেহ উদ্ধার করে তুলে এনে পুলিশের কাছে হস্থান্তর করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার অভিযান অব্যহত থাকবে।

আরও পড়ুন-

সারাবাংলা/টিআর

এমভি অভিযান-১০ তদন্ত কমিটি তদন্ত কমিটির পরিদর্শন লঞ্চে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর