২৪ ঘণ্টায় সারাদেশে বুস্টার ডোজ পেলেন ১৪ হাজার ৬ জন
২৯ ডিসেম্বর ২০২১ ২২:৫২
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বুস্টার ডোজ ভ্যাকসিন প্রয়োগ। এই কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীসহ সারাদেশে ১৪ হাজার ছয় জনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এর মাঝে রাজধানীতে বুস্টার ডোজ দেওয়া হয়েছে সাত হাজার ৮৭ জনকে।
বুধবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুস্টার ডোজ প্রয়োগের দ্বিতীয় দিনে সাত হাজার ৫৯৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে রাজধানীতে। ময়মনসিংহ বিভাগে ৬১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬৫৩ জন , রাজশাহী বিভাগে এক হাজার ৫৭৭ জন, রংপুর বিভাগে এক হাজার ৭৩৯ জন, খুলনা বিভাগে এক হাজার ৭০৫ জনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এছাড়াও বরিশাল বিভাগে ১০৮ জন ও সিলেট বিভাগে ১০ জনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে বিগত ২৪ ঘণ্টায় ছয় লাখ ৬০ হাজার ১৬৩ জনকে প্রথম ডোজ ও সাত লাখ ৪৬ হাজার ৬৭ জনকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
এর আগে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগে থেকে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠানো হবে। এসএমএস ছাড়া কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না। এসএমএস পাওয়া ব্যক্তিরা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ভ্যাকসিন নেবেন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাচ্ছেন সম্মুখসারির যোদ্ধা-চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্করা। আগের দুই ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য এসএমএস পাঠানো হবে। এজন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই।
এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিঞা জানান, করোনা ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) থেকে দেওয়া শুরু হবে।
উল্লেখ্য, দেশে ১৯ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়। এ দিন ৬০ জনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়। পরবর্তীতে ২৮ ডিসেম্বর দেশের বিভিন্ন স্থানে এক হাজার ৩৫৫ জনকে ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হয়।
সারাবাংলা/এসবিডিই/আইই