।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের চাপায় হাত হারানো রাজীবের অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ এপ্রিল) ভোর ৪টায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামসুজ্জামান।
তিনি জানান, মাথায় আঘাতজনিত কারণে নিউরোলজিক্যাল অবস্থার অবনতি হওয়ায় রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রাতে রাজীবের শ্বাসকষ্ট হচ্ছিল, তার শরীরে রক্তচাপও কমে গেছে। রাতে হালকা খিঁচুনি উঠেছিল বলেও জানান শামসুজ্জামান।
রাজীব হোসেন সরকারি তিতুমীর কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্র। মঙ্গলবার সোনারগাঁও হোটেলের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে স্বজন বাস ও বিআরটিসির বাসের পাল্লাপাল্লিতে রাজীবের ডান হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা তাকে তাকে উদ্ধার করে দ্রুত পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
আরও পড়ুন
রাজিবকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয় : হাইকোর্ট
রাজিবের দুর্ঘটনায় দুই বাসের চালক গ্রেফতার
রাজীবকে ডিএমসিএইচে নেওয়া হয়েছে
রাজীব জানে না তার হাত নেই!
রাজীবের চিকিৎসায় ৭ সদস্যের মেডিকেল বোর্ড
রাজীবের হাতের ক্ষত অনেকটাই শুকিয়েছে
রাজীবের হাত কাটা পড়ার ঘটনায় দুই বাস চালক রিমান্ডে
রাজীবের হাত কাটা পড়ার ঘটনায় দুই বাস চালক কারাগারে
সারাবাংলা/এসএসআর/এমএইচ