Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতাধিক রোহিঙ্গা শরণার্থীর ঠাঁই ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২১ ১৪:১৭

সাগরে ভাসমান শতাধিক রোহিঙ্গা শরণার্থী বোঝাই একটি নৌকাকে অবশেষে নিজেদের জলসীমায় প্রবেশের অনুমতি দিয়েছে ইন্দোনেশিয়া। কয়েকটি আন্তর্জাতিক সংস্থার অনুরোধে দ্বীপদেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, মানবতার খাতিরে তাদেরকে বিরুয়েন উপকূলে আশ্রয় দেওয়া হচ্ছে। নৌকায় থাকা শরণার্থীদের জরুরি অবস্থা বিবেচনায় ইন্দোনেশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে। নৌকায় অধিকাংশ যাত্রীই ছিল নারী ও শিশু।

বিজ্ঞাপন

এর আগে, মঙ্গলবার সুমাত্রার পশ্চিমাঞ্চলীয় দ্বীপ আচেহ প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিলেন, নৌকায় থাকা প্রায় ১২০ যাত্রীকে খাবার, ওষুধ ও পানি পাঠিয়েছেন তারা। কিন্তু, শরণার্থীদের ইন্দোনেশিয়ায় ঢুকতে দেওয়া হবে না।

প্রসঙ্গত, শরণার্থী বোঝাই কাঠের নৌকাটিতে কয়েক জায়গায় ছিদ্র হওয়ায় সাগরে ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল।

সারাবাংলা/একেএম

রোহিঙ্গা শরণার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর