টানা তৃতীয়বার দেশের সেরা ব্র্যান্ড বিকাশ
৩০ ডিসেম্বর ২০২১ ১৮:৩৯
টানা তৃতীয়বারের মতো ভোক্তা জরিপে দেশের সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ২০১৯ ও ২০২০ সালের ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-এ ৩৫টি ক্যাটাগরির শীর্ষ ১০২টি ব্র্যান্ডের মধ্যে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে কোম্পানিটি। একইসঙ্গে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও টানা পঞ্চমবারের মত ‘মোস্ট লাভড ব্র্যান্ড’ নির্বাচিত হয়েছে বিকাশ।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিকাশ বলছে, ১০ বছরের যাত্রায় আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে লেনদেনে স্বাধীনতা ও সক্ষমতা এনে দিয়ে বিকাশ যেভাবে দেশের সব শ্রেণির মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে, গ্রাহকদের এই স্বীকৃতি তারই প্রতিফলন।
নিয়েলসেন আইকিউ-এর অংশীদারিত্বে এবং ডেইলি স্টারের সহযোগিতায় বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ১৩তম ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-২০২১ আয়োজন করে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এই অ্যাওয়ার্ড দিতে নিয়েলসেনের বিশ্বমানের জরিপ পদ্ধতি ‘উইনিং ব্র্যান্ডস’ অনুযায়ী দেশজুড়ে পরিচালিত জরিপে ৮ হাজার ভোক্তা অংশ নেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং নবনির্বাচিত বেসিস সভাপতি রাসেল টি আহমেদের হাত থেকে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’-২০২১ গ্রহণ করেন বিকাশের ইভিপি অ্যান্ড হেড অব ব্র্যান্ড আশরাফ বারী।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিকাশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মইনুদ্দিন মোহাম্মদ রাহগীর, চিফ হিউম্যান রিসোর্স অফিসার ফেরদৌস ইউসুফ, চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ এবং চিফ কমিউনিকেশন্স অফিসার মাহফুজ সাদিক।
সারাবাংলা/টিআর
এমএফএস বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম বিকাশ বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড মোস্ট লাভড ব্র্যান্ড