Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘খুনি মোশতাক ও জিয়া বাংলাদেশকে বহু বছর পিছিয়ে দিয়েছিল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২২ ০০:০১

সিলেট: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, খুনি মোশতাক ও জিয়া বাংলাদেশকে বহু বছরের জন্য পিছিয়ে দিয়েছিল। খালেদা জিয়াও ক্ষমতায় থাকার সময় দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে দেশ। তাদের কাছে এতিমের টাকাও নিরাপদ নয়। সেই সাজায় জেল খাটছেন তিনি, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সুনামগঞ্জের ছাতকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, ‘১৯৭১ সালে জিয়াউর রহমান খালেদা জিয়াকে ভারতে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠালেও তিনি স্বেচ্ছায় ক্যান্টমেন্টেটে থেকে যান। তিনি নিরাপদ আশ্রয়ের জন্য ক্যান্টমেন্টে অবস্থান নিয়েছিলেন। স্বেচ্ছায় যারা ক্যান্টমেন্টে অবস্থান নিয়েছে, তারা কখনও মুক্তিযোদ্ধা হতে পারে না।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় ছিল ২৯ বছর কোনো উন্নয়ন করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দেশ নিরাপদ। আমরা ক্ষমতায় আসার পর কী পরিমাণে উন্নয়ন হয়েছে তা চারিদিকে তাকালেই বুঝতে পারবে জনগণ। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে চার তলাবিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন করে দেওয়া হয়েছে। উন্নয়নের জোয়ার বইছে সারাদেশে।’

মুক্তিযুদ্ধাদের ভাতা তিন হাজার টাকা থেকে এখন ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘সব বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ করা হবে যাতে ৫০ বছর পর কেউ দেখলে বুঝতে পারে এটা মুক্তিযুদ্ধার করব।’ একই সঙ্গে রাজাকারদের তালিকা করা হবে বলেও জানান মন্ত্রী।

বিজ্ঞাপন

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ মজনু, সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের সাবেক কমান্ডার নূরুল মোমেনসহ অন্যরা।

সারাবাংলা/এমও

জিয়া মোশতাক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর