খাগড়াছড়ি: পার্বত্য জেলার রামগড় উপজেলার নুরপুর গ্রামে কৃষি জমি কেটে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলনে হুমকিতে পড়েছে ফসলি জমি। জমি থেকে বালু তোলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাশ্ববর্তী ফলজ ও বনজ বাগান মালিকরা এবং স্থানীয়দের ঘরবাড়ি।
এছাড়া বড় বড় ট্রাক দিয়ে বালি পরিবহন করায় গ্রামীণ সড়কটির অনেক জায়গায় ভাঙন দেখা দিয়েছে।
জানা গেছেম নুরপুরের বাসিন্দা মোহাম্মদ সুমন কিছুদিন আগে সহকারী কমিশনার (ভূমি) রামগড় বরাবরে পুরনো পুকুর খনন করার অনুমতি চেয়ে একটি আবেদন দিয়ে কৃষি জমি থেকে বালি উত্তোলন করছেন। সম্প্রতি বালির মূল্য বেড়ে যাওয়ায় জমির মালিক অতি মুনাফার লোভে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালি উত্তোলন করে ট্রাকযোগে বিক্রি করছেন।
অবৈধভাবে বালু উত্তোলনকারী মো. সুমন জানান, আমার নিজের মালিকানার জায়গা থেকে উপজেলা ভূমি অফিসকে জানিয়ে বালু উত্তোলন ও পুকুর খননের কাজ করছি। তবে পুকুর খননের আবেদন করে পুকুর খনন না করে অবৈধভাবে দীর্ঘদিন বালু উত্তোলন করে বিক্রির বিষয় জানতে চাইলে মো. সুমন তা এড়িয়ে যান।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, অভিযোগ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।