ঢাকা: রাজধানীর দারুসসালামের টেকনিক্যাল মোড়ে পিকাপভ্যানের ধাক্কায় জাবেদ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জাবেদের আত্মীয় মো. আলাউদ্দিন আগারগাঁও থেকে ঢামেক হাসপাতালে আসেন। তিনি জানান, জাবেদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। তার বাবার নাম শেখ আহমেদ। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় থাকতেন। কিন্তু তার পেশা সম্পর্কে জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, টেকনিক্যাল মোড়ে একটি একটি পিকাপভানের ধাক্কায় আহত হয় সে। পরে পথচারীরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।