Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনিয়র আইনজীবী আয়ুবুর রহমানের মৃত্যুতে বন্ধ নিম্ন আদালত

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২২ ১২:৩৬

ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়ুবুর রহমানের মৃত্যুতে নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ রয়েছেন। ইতোমধ্যেই প্রতিটি আদালতে এই সংক্রান্ত নোটিশ পৌঁছে গেছে।

রোববার (২ জানুয়ারী) রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সিনিয়র আইনজীবী আয়ুবুর রহমানের মৃত্যুকে ঢাকা আইনজীবী সমিতি শোকাহত। তার প্রতি সম্মান রেখে আজ নিম্ন আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

এদিন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার মো. হযরত আলী ঢাকা মহানগর দায়রা জজ, জেলা ও দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরাবর আদালতের কার্যক্রম মূলতবি রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়ুবুর রহমান ১ জানুয়ারি দুপুর পৌনে ১২টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীরা শোকাহত ও মর্মাহত। এজন্য আজ সমিতির বর্তমান কমিটির সিদ্ধান্ত মোতাবেক সকল আদালতের বিচারিক কার্যক্রম পূর্ণ দিবস মূলতবি রাখার জন্য সমিতির পক্ষ থেকে অনুরোধ করা হলো।

বেলা ১১টায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনের আয়ুবুর রহমানের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সারাবাংলা/এআই/এএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর