Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলার ডিজি লিয়াকত লাকীর দুর্নীতি অনুসন্ধানে দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
২ জানুয়ারি ২০২২ ১৫:৫১ | আপডেট: ২ জানুয়ারি ২০২২ ১৭:০৮

ঢাকা: অর্থ আত্মসাতসহ নানা অভিযোগের ভিত্তিতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে একটি টিম লাকির বিষয়ে অনুসন্ধান করবে বলে কমিশন সিদ্ধান্ত নেয় বলে দুদক সূত্রে জানা গেছে।

কমিশন সূত্রে জানা যায়, শিল্পকলা একাডেমির মহাপরিচালকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আসে কমিশনে। যার মধ্যে নানা অনিয়ম করে ২৬ কোটি টাকা উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ।

এদিকে দুদকে আসা অভিযোগে জানা যায়, নিয়ম-নীতির তোয়াক্কা না করে চুক্তিভিত্তিক একজন কর্মকর্তাকে সচিবের দায়িত্ব দিয়ে কৌশলে ২৬ কোটি টাকা উত্তোলন করেন শিল্পকলার ডিজি।

বিজ্ঞাপন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিল্পকলা একাডেমি। প্রায় এক যুগ ধরে জাতীয় এই প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দায়িত্বে লিয়াকত আলী লাকী।

গত বছরের ৩০শে জুন শিল্পকলা একাডেমির আগের সচিব নওশাদ হোসেন বদলি হলে ওইদিনই নতুন আদেশ জারি করে একাডেমির চুক্তিভিত্তিক পরিচালক সৈয়দা মাহবুবা করিমকে সচিবের দায়িত্ব দেন লাকী। তার আদেশে নতুন সচিব না আসা পর্যন্ত মাহবুবাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে বলা হয়।

দুদকে জমা হওয়া অভিযোগে আরও বলা হয়েছে, ৩০শে জুন থেকে ১৯ শে জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন মাহবুবা। এ সময়ে শিল্পকলার মহাপরিচালক লাকী, সচিবের অতিরিক্ত দায়িত পাওয়া মাহবুবার মাধ্যমে প্রায় ২৬ কোটি টাকার বিভিন্ন চেকে স্বাক্ষর করান।

অর্থ বছরের শেষ দিন ৩০ জুনের তারিখেই এ সব স্বাক্ষর হয়। সরকারি বরাদ্দের অর্থ খরচ দেখাতেই এমন অনিয়ম দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসজে/একে
বিজ্ঞাপন

শহিদ আসাদ দিবস আজ
২০ জানুয়ারি ২০২৬ ১০:২৩

আরো